সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কান্তজিউ মন্দির পরিদর্শনকালে ডিআইজিকে সংবর্ধনা 

দিনাজপুর প্রতিনিধি

কান্তজিউ মন্দির পরিদর্শনকালে ডিআইজিকে সংবর্ধনা 

রাজদেবোত্তোর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহের নেতৃত্বে সদস্যরা শনিবার (৮ এপ্রিল) রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি বাসুদেব বনিক ও তার পরিবারের সদস্যদের শ্রী শ্রী কান্তিজিউ মন্দির পরিদর্শন করতে এলে তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।

শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি বাসুদেব বনিক মন্দিরের চারিপাশ এবং পূজা অর্চনা ও নিত্যভোগ সমন্ধে জিজ্ঞাসাবাদ করলে রাজ দেবোত্তোর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ বলেন, এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসকের নির্দেশে আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থভূমি হিসেবে পরিচিত শ্রী শ্রী কান্তজিউ মন্দিরের যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। 

এ ব্যাপারে স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপাল সববিষয়ে আমাদের সহযোগিতা করে আসছেন। তার আন্তরিকতার কারণে আগামীতেও মন্দিরের সার্বিক উন্নয়ন হবে বলে আমাদের বিশ্বাস। এসময় কাহারোল থানার ওসি মো. রইস উদ্দীনসহ টুরিস্ট পুলিশ ও স্থানীয় গণমান্য ভোক্তরা উপস্থিত ছিলেন।

টিএইচ